চাঁদ যদি ঝরে
তোমার কায়ায়,
নালিশ কোরো
স্রষ্টার নিকট।
কী করে এত স্পর্ধা,
তাহার!
যে তোমার সৌন্দর্য,
ঢেকে দেয়।
নিশ্চই তুমি স্রষ্টার
প্রিয় সৃষ্টি।
কারণ,
সুন্দর যত, সব তোমায়
দিয়েছেন যে।
যে স্রষ্টার প্রিয়,
আমারও প্রিয় সে।
কিন্তু তুমি হয়তো
একটু বেশিই প্রিয়।
এতটা প্রিয়। তবুও,
নিজেকে গোপন রাখি।
তোমার,
যদি কখনো সুযোগ হয়,
জানতে চাইতে পারো,
কতটা তোমাকে চাই।
চেয়ে দেখো,
কতটা অসহায় আমি।