হৃদয় গহীনে জমা ভালোবাসা,
বাষ্প হয়ে,
গড়ে ওঠে মেঘবালিকার আবাস।
ভালোবাসা মেঘ বৃষ্টি হয়ে ঝরে,
আশ্রয় খোঁজে মনের অতলে।
হায়, নিদারুণ প্রেমিকের দীর্ঘশ্বাস।