প্রশ্ন করছে আমায়,
সাতশত নদ-নদী।
কেন কবিতায় আমি
আঁকছি তাদের ছবি।
আমি জবাব দিলাম,
হে প্রকৃতি,
তোমার রূপ আমায় বাধ্য করে
তোমার ছবি আঁকতে।
আমি যে বড় নিরুপায়
আঁকছি কি আর সাধ্যে?
অন্য কবিদের ভূয়সী
প্রশংসা আর স্তুতি আর স্তবে,
রূপ যে তোমার দমছে না।
এমন যেন,
তুমি বাধ্য হয়ে আমার প্রিয়া হবে।
আমি সে অন্য কবিদের মতো,
সৌন্দর্য পূজারী নই।
যাহা সত্য,
তাহা কই।
তোমার নির্দয় লাবণ্য
আমায় করে বাধ্য।
বিপরীতে দেখো, তোমার গুণ,
আমায় করে মুগ্ধ।