আমার মনে আজ একাত্তর।
রক্তে ভেজা প্রতিশোধের অমোঘ আগুন!
সেই একাত্তরে, ফিরে দেখি,
যখন আমার উষ্ণ রক্তে তৃষ্ণা মিটিয়েছিলো এ দেশের মাটি।
যখন সাড়ে সাত কোটি মানুষের পরিবার আমার জন্য কেঁদেছিল, সন্তান হারানোর বেদনায়।
আমি আবারো এসেছি সে অশ্রুর ক্ষতিপূরণের দাবিতে।
আবারো এসেছি একুশ শতকে,
কৃষকের দাবি নিয়ে, শ্রমিকের দাবি নিয়ে।
আমি এসেছি তাদের জন্য যারা এখনো বঞ্চিত।
যারা এখনো স্বাধীনতার অমৃত স্বাদ খুঁজে পায় নি।
তাই, এ যুদ্ধ আমার তাদের বিরুদ্ধে
যারা স্বাধীনতার স্বাদকে তিক্ত করে।
যারা বিপ্লবীদের ঘৃণা করে।
এ যুদ্ধ তাঁদের বিরুদ্ধে,
যাদের চক্ষুশূল একাত্তর।
তাই আবারো আসুক ফিরে, আমারই মতো আমার সহযোদ্ধাদের মনে,
সেই উনিশশো একাত্তর।