আজ বসন্ত নয়,
তবু যেন রেশ রয়ে যায়।
আজ বর্ষা নয়,
তবুও বর্ষা শেষ হবার নয়।
এই প্রখর রোদে,
তোমরা করো শীতের প্রতীক্ষা।
আর আমার হাতের শুকনো গোলাপ,
যেন আরো বাড়িয়ে দিল আমার তিতিক্ষা।
এ গোলাপটি কুড়িয়ে পাওয়া,
একান্ত একটি গোলাপ।
শুকিয়ে গেছে যাক না, আছে
আরো শত কাঠগোলাপ।
হয়তো গোলাপের মত নয়,
এ গোলাপ। তবু, এর সাদার মায়া,
তোমায় বাধ্য করবে, আমার অনুনয়ে সাড়া দিতে।
তখন তোমায় বাধ্য করবে, তোমার অন্তর জায়া।
পরক্ষণে, খানিকটা নিস্তব্ধতা।
আর দেখতে পাবে, এক কবির ছায়া।
অপেক্ষায় থাকো তাই।
হে কল্পনাপ্রসুত জায়া।