প্রতি প্রশ্বাসে ধূলো জমে,
বেদনার আস্তরণ জমে, ফুসফুস
হচ্ছে ভারী।
হৃদয়ও নেই ভালো,
করেছে আমার অনুভূতির সাথে আড়ি।
পুরনো চিঠি নতুন খামে,
ডেকে কাউকে নতুন নামে,
নতুন পরিচয়ে,
পুরনো অনুভূতি হৃদয়ে গড়েছিল ঘরবাড়ি।
হঠাৎ অভিমানে ঘরছাড়া হলে,
অনুভূতিরা খোঁজা শুরু করে নতুন হৃদয়।
আর আমার বুকে কেবল নিঃসঙ্গ একটি
হৃদপিন্ড পড়ে রয়।