এক বিন্দু যন্ত্রনা,
এক বিন্দু ভালোবাসা।
হৃদয়ের প্রত্যাশা তাই,
মানবিক হতাশা।
অসীম দিগন্তে
নির্বাক পথচলা।
বৃত্তের সমীকরণে
ভাবনার ঘুরপাক।
ব্যস্ত হৃদয় জুড়ে,
তোমার স্বত্ব থাক।
নিস্তব্ধ নিশীথে
আলোকিত রাজপথে।
সহস্র কবিতায়
প্রেমিকার অভিমান।
লেখা শব্দমালার,
নেই অভিধান।