এদেশে প্রতি ভোরে হুতুম পেঁচা ডাকে,
মানুষের কাঁধে জেঁকে বসে শকুন।
মানুষ তীব্র ক্ষুধায়, মানুষের স্বপ্ন খায়।
তবু ক্ষুধা মেটে না।
তবু ক্ষুধা মেটে না।
রক্তাক্ত এ অবেলায়, চোখে আগুন ধরে যায়।
সে আগুন নেভে না।
সে আগুন নেভে না।
এদেশে আঁধার যেন কমে না, কমে না।
তবু জ্ঞানের আলোতে
দিশা খোঁজে, বিক্ষুব্ধ যাযাবর।