এ কোন হীরক রাজার দেশ,
প্রজা রাই ধরেছে দেখো
হীরক রাজার বেশ।
আমি চলিয়াছি
গুপি গাইন, বাঘা বাইনের খোঁজে
যদিও, সবাই একে ব্যর্থ চেষ্টা বোঝে।
তবু, হীরক রাজার অনুগত রা
সাবধান,
হঠাৎ যদি পেয়ে যাই
গুপি গাইন, বাঘা বাইনের সন্ধান?