দ্বীপবাসিনী কন্যা!
তুমি সমুদ্রের জলে পা ভিজিও না।
সমুদ্রের লবণাক্ততা
দূর হবে তবে।
সুপেয় জলাধারে,
নিশ্চিহ্ন হবে, সামুদ্রিক জলজীবন।
সুহাসিনী তুমি হেসো নাকো,
হাসলে যে হতে পারে, আমার মরণ।
ইশ্! তুমি যদি হতে,
বঙ্গের সাগরকন্যা।
জগতবিপুলা নারীদের মাঝে
হতে অনন্যা।
কিন্তু রয়ে গেলে তুমি,
অতি সাধারন হয়ে।
প্রেমব্যধি বাঁধালে আমার
সাধারন হৃদয়ে।