পথে হল দেরী।
সময়ের পরিহাস।
উচাটন মনের ঘরে
আমার প্রতি তোমার, তীব্র উপহাস।
ভালোবাসাতে দেরী করতে নেই,
দেরীতে কেবল দেরীই হয়।
ভালোবাসা হয় না জানি।
সময়ের বৃথা অপচয়।
দখিন দুয়ার হতে বহিছে
বাতাসে প্রেমের গন্ধ।
তারি মাঝে কোথা হতে হল
প্রেমের দুয়ার বন্ধ।
আর দেরী নয়, দেরী নয় আর।
স্তব্ধ যেন হয়, হৃদযন্ত্র আমার।
দৃষ্টি অপলক নিঃস্তব্ধতা
ঘিরে ফেলুক তাই! ধরণীকে আবার!