চোখ
পারে কথা বলতে।
তবুও নিশ্চুপ থাকে,
ভালোবাসা যদি ধরা পড়ে যায়!
চোখ
পারে দুদন্ড শান্তি দিতে।
তবু বিপ্লবীরা মুক্তির জন্য
সশস্ত্র বিপ্লব চায়!
চোখ
পারে প্রেমে জড়াতে।
তবু প্রেম হয়না।
প্রেমিকেরা অবাঞ্ছিত স্বাধীনতা পায়।
চোখ
শুধু পারে না, অভ্যাস পাল্টাতে।
চোখ যে এমনই নির্লজ্জ, হায়!