কুয়াশার চাদরে পৃথিবীকে ঢেকে দিয়ে,
তুমি কতদিন আর লুকোবে ভোরের রক্তিম সূর্যকে?
কতদিন তীব্র হিমে কাঁপাবে, নিঃস্ব এই আর্তকে।
আর কতদিন-ই বা,
তুমি ঝড়িয়ে যাবে সবুজে রাঙা এই গাছের পাতা,
বসন্ত তো আসবেই।
বসন্তের তরে গাইবে, দোয়েল, কোকিল, এথা।
আবারও ধূসরকে ছাপিয়ে সবুজ যাবে ছড়িয়ে,
নিষ্প্রাণ এ কবির নিষ্প্রভ মনটাকে রাঙিয়ে।
সেদিন কি,
তুমি বৈরিতা ভুলে গিয়ে সন্ধি করবে?
নাকি, কদিন পর,
প্রখর রৌদ্রতাপে মধ্যাহ্নে কয়লাকে আরো পুড়বে?