যদি সব ছাড়তে পারতাম
তবে, ছেড়ে যেতাম।
ছেড়ে যেতাম এই অপরিকল্পিত নগরায়ন,
চোখের সামনে চলছে যে সব, মিথ্যে বনায়ন।
কেউ কথা বলেনা, সত্যের পক্ষে,
যদিও জমিয়েছে তারা, শত শত কথা বক্ষে।
কিসের এত ভয়?
মরে মরে বেঁচে থাকাকে কেউ কি জীবন কয়?
এ কি ধর্মপথবিমুখতা নয়?
নাকি ধর্ম কেবল তখনই খাটে, যখনই হয় নিজ স্বার্থের ক্ষয়।
মানবধর্ম কি তবে ধর্মের অংশ নয়?
যদি হয়েই থাকে, তবে, মানবের গানে তারা, কেনইবা পায় ভয়।
তবে, সব কি এভাবেই ফেলে রেখে যাবো,
নাকি দর্শক ব্যতীত একেলাই মানবের গান গাব?
আরো তো কত কবি ছিলো, যারা রচতো একই সুরে গীত।
আসুক তারা সবে, নতুন করে গড়তে হবে, মানবধর্মের ভিত।