আমি তোমাকে ততটা চাইলাম,
যতটা আকাশ নীল।
তবু বিধাতা চাইলেন না,
তোমার আমার মিল।
আমি তোমাকে ততটা চাইলাম,
যতটা কেউ চায় না।
যে তোমায় পেয়ে গেছে,
সে আর তোমায়, চাইবে না।
আমি বোধহয় ততটা কল্পনায় ডুবে আছি,
যতটা কল্পনায় মনে হয়,
আমি এখনো তোমায় ভালোবাসি।
ঘোর কাটলে মনে হয়,
তোমায় ছাড়াও তো বেশ আছি।
(০২/০২/২৫)