চাঁদের ছায়ার নিচে
শহরের মৃদু আলোয়।
ঐ দূর নক্ষত্রের কেলি
দেখতে দেখতে
আমার সময় চলে যায়।
তোমাকে দেখার আর সময় হয় না।
কিন্তু তোমায় ভুলে যাচ্ছি ভেবো না।
সময় পেলে ঠিক তোমাকে দেখব।
বেশিক্ষণের জন্য না দেখলেও,
অন্তত তোমার চোখের অসীমতায় নিমগ্ন হবে আমার পঞ্চেন্দ্রিয়।
ঠিক তখনি তুমি আমায় 'ভালোবেসো'।
আমি দূর নক্ষত্র পানে চেয়ে সে সময়েরই অপেক্ষায়।
গনিতের জটিল সূত্র আমি বুঝি না,
তাই ভালোবাসার সমীকরণ মেলাতে একটু বিড়ম্বনায় পড়তে হলেও
আমি গণনা করতে বসেছি, আমার যত ভুল।
সে সবই আমি সমাধান করতে বসেছি, হাল ছাড়িনি আমি।
শুধু সময়ের অপেক্ষায়।