বৃষ্টি ডাকে মোরে,
আয় গেয়ে যা
তোর ব্যথার গান।
আকাশের নক্ষত্রেরা
ডাকে, আয়,
মিলাই মোদের প্রাণ।
তবে, সে প্রাণের সুরে
বিদীর্ণ হয় হৃদয়,
বিচলিত হয় বিদ্রোহী মন
শঙ্কিত হয় মহাভয়।
বিদ্রোহী কভু দেয়না
সে ডাকে সাড়া।
যতই সে হোক,
নিঃস্ব প্রেম হারা।
সে চায় এক
অনন্য রূপসী ধরা,
যেখানে কভু বহেনা
নয়নের স্রোতধারা।