ভালো লাগে না।
হাঁটতে, এই কুয়াশাঘেরা শহরে।
ভালো লাগে না।
কাটাতে রাত, নির্জন প্রহরে।
ভালো লাগে না।
গাইতে, বেসুর সুর বিকেলে।
ভালো লাগে না।
আমার এ চিন্তাধারা সেকেলে।
ভালো লাগে না।
যানযট, এই শহরের কোলাহল।
ভালো লাগে না।
কিশোরীর চোখ ছলছল।
ভালো লাগে না।
নিভৃতে, ব্যস্ত সময় কাটাতে।
ভালো লাগে না।
তোমায়, নিয়ত চিঠি পাঠাতে।
আর ভালো লাগে না...
লাগে না...
তোমার মনের...
বৈরি শত ব্যঞ্জনা।