বনলতা নাম সাধে দিইনি তোমায়,
হে সরস্বতীচরণকমলদলবিহারিণীগুঞ্জনমত্তমধুব্রতা নারী।
তোমার গুঞ্জন শ্রুতিতে, হৃদয়ে ঝরে যে, অঝর বারি।
সে বারিধির ছায়ানটে আবার তোমার সাথেই যুঝি।
তবু ও তোমার মধুর অবমাননাতে কেমন শান্তি খুঁজি।
জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি, ইমন রাগে,
খুঁজি তোমায়, তোমার-ই শোভিত এক কল্পিত পুষ্পবাগে।
যেখানে জেসমিন রয়েছে হাসি, জোছনাবিবারে ভাসি।
আছে জমা কিছু মিশ্রিত সুবাস, আর স্নিগ্ধতা রাশি রাশি।
আরো আছে তোমারই মতো কিছু বনলতা।
যারা ছড়ায় পুরো হৃদয়জুড়ে নিভৃতে সবুজ পাতা।
সে সবুজ রাতের আঁধারে হয় কালো, ঠিক যেমন, কয়লা পোড়া হৃদয়।
তখন যেন মনে হয়, হৃদয়ের ফতুর তুমি। অনুভূতিহীন এক নির্দয়।
তোমার তৃষ্ণা কেবলই যেন, আমার হৃদয় জয়।
তিলে তিলে তাই, নক্ষত্রের ছায়ায়, হৃদয়ে কর ক্ষয়।