কখনো
ছিলাম আমরা জন্মাবধি,
একে অপরের পরস্পর।
সে সময় মিশে গেছে
ব্যবিলন ভূমে।
এসেছে নতুন সময়।
হাজার যুদ্ধ শেষে,
স্বাধীন হয়েছে দেশ।
অথচ তোমাকে পেতে
কত বাধা।
স্বৈরাচারের পতন হয়েছে।
ভাগ্য রয়ে গেল,
সেই আগের স্বৈরাচার।
যে প্রেম স্বর্গীয় ছিল,
এখন তা দুরাচার।
ভাগ্যিস তুমি পাল্টাওনি।
একই আছো, যেমন ছিলে,
সেই সুদূর অতীতে।
দেখ, আমি আবারো,
তোমারই প্রেমে পড়েছি,
ইতিহাসের গাঁথা রীতিতে।