আমি বাংলায় গান গাই।
আমি বাংলার দুঃখ দেখি।
আমি বাংলায় বাধি সুর।
বাংলায় বোনেদের কান্না শুনি।
আমি সারারাত জেগে রই।
আমার বোনেদের লাশ খুঁজি।
আমি সারারাত লিখি শুধু।
আমার যন্ত্রনা লিখি।
আমি লিখেছি সংবিধান।
এখন আমাকেই বেঁধেছে আইন।
এর বিচারে লাগবে যে
স্বয়ং সৃষ্টিকর্তার সাইন।
আমি দুঃসময়ে জন্মেছি।
আমি মানুষ দেখিনি তাই।
আমি দেখেছি কেবল -
দেখে যাই, আন্ত-পিশাচ লড়াই।
আমি বাংলায় গান গাই।
আমি বাংলার দুঃখ দেখি।
আমি বাংলায় স্বপ্ন দেখি।
স্বপ্নে সোনার বাংলা চাই।
তাই, এখনো, আমি বাংলায় গান গাই।