হতে চাইতাম,
গাঙচিল অথবা শখের পারাবত।
উড়তাম অথবা মাঝে মাঝে উড়তাম,
তটিনী 'পরে অথবা অভিজাত ভবনের ছাদে।
তবু, তো মানবতার জালে আটকে যেতাম না।
মানুষ হওয়ার যুদ্ধে হারার থাকতো না ভয়।
থাকতো না এই সংশয় -
শ্যামবর্ণা সুকেশিনী মায়াবিনী
আমার শূন্যতা ঘোচাবে কবে আর।
তার কোমল চোখের গৌরবে গড়বে
আমার যত অহংকার।
না, কিছুই হবে না এর।
কারণ, দেরি হয়ে গেছে ঢের।