আলোর অভাবে
চাঁদ যে হলো নিঃস্ব,
চাঁদ কি খোঁজে নি
আলো?
খুঁজেছে তো।
খুঁজেছে মহাবিশ্ব।

পায়নি খুঁজে, তাই
পৃথিবী যে ভুল বোঝে।
তবুও, চাঁদ আজো
দুর্লভ সে আলো খোঁজে।

চিন্তায় তাই,
চাঁদের মুখে পড়েছে
বিরহের চিহ্ন।
ভালোবেসেছে যে সে,
মহাকর্ষের
বাঁধন করিয়া ছিন্ন।