আজ সন্ধ্যায় তোমায় নিমন্ত্রণ
দিলাম ভালোবাসার খামে।
কিন্তু তোমার না আসলেও হবে,
ইচ্ছে যদি না জাগে।
কিন্তু তোমার কি মনে পড়ে?
সে ফাগুন দিনের কথা।
সে কৃষ্ণচূড়ার লাল রঙা ফুলে
ঢাকা গাছের ঝরা পাতা।
আমার তো পড়ে মনে।
কাশবনের মাঝে, তোমার সে পথচলা।
আরও মনে পড়ে,
সে গোধুলী বিকেল বেলা।
যে বিকেলে তুমি এসেছিলে,
হাতে ছিল শিউলী ফুল।
ফেলে এসেছিলে পথের ধারে
আমিসহ যত ভুল।