হতাশা
অনয় হাসান
সংযত আর ধৈর্যশীল হয়ে যাও!
শখ,স্বপ্ন আর চাহিদার পেছনে যত ছুটবে ফিরে আসবে দুঃখ ভারাক্রান্ত শুকিয়ে যাওয়া মন নিয়ে।
নিজেকে তুমি গুটিয়ে রেখো,
যেভাবে দিন রাতের আঁধারে লুকোয়!
বিলাসিতাকে তুমি গায়ের কাপড়ের মত ভেবোনা,
উচ্চাকাঙ্খী সুখের ঠিকানা এই দুনিয়ায় লোভনীয় খাবের মত।
এ চলন্ত শহরে সব জীবন্ত মানুষ!
মৃতের কোন স্থান নেই।
সুদিনের সব আয়োজন,
অসময়ের কোনো আয়োজন নেই।