ব্যথার ইট সাজিয়ে
গড়েছি ইমারত
তরল গান গুছিয়ে
গড়াই নদীপথ

বাতাস বোধের অভিভাবক
আলোক জীবনের প্রস্তাবক