ওরা হেঁটে চলেছে
বুকে শস্যের ইতিহাস

ওরা কাঁধে বয়ে চলেছে
দাবি আর বিশ্বাস

ওরা ক্লান্ত নয়
রক্তভেজা পরিশ্রমকণা
ওরা অমৃতের বদলে
হতেই পারে বিষ

ওরা হেঁটে চলেছে ঝাঁকে
আগুনে খিদে টেনে
ওরা সবার হৃদয়ে
সোনালি ধানের শিষ