ফুলে নয়
গন্ধ আমার চুলে

ছা'য়ে নয়
চাপা আগুন গায়ে

শোকে নয়
পাথর আমার চোখে

রণে নয়
ভাঙা আমার মনে

পালে নয়
হাওয়া আমার ডালে

চাঁদে নয়
কলঙ্ক আমার কাঁধে

রাতে নয়
আঁধার আমার পাতে

রাধে নয়
কইতে কথা বাধে