লোকটি সিগারেট ভালোবাসে না,
তবে মাঝে মাঝে কান্না আটকাতে
সে সিগারেট ধরায়!
সে আরো বিশ্বাস করে,
নিকোটিন পুড়ে একদিন আবার
কবিতা হবে।

ইঞ্জিন চালিত নক্ষত্র
কিংবা
ইঞ্জিল চালিত মানুষ
দুটোই সে ভেসে যেতে দেখেছে
যাদুকাটা নদীতে।

লোকটির মাঝে মাঝে ভীষণ
মরে যেতে ইচ্ছে করে,
তবুও সাপ-বেজির লড়াই ভালোবেসে
সে বেঁচে থাকে।
প্রায়ই সে অর্ধখাওয়া সিগারেট
ফেলে দেয় মানবতার জলে।

লোকটির খুব ইচ্ছে করে
গিটারের মাথায় আগুন ধরিয়ে
অন্ধকারে একটা জীবনমুখী গান ধরার।
কিন্তু স্টিং ছিড়ে যাওয়া গিটারের খোপে
মাঝে মাঝে সে সিগারেটের ছাঁই ফেলে।

এ শহরে লোকটি একদিন আসবে,
মরে যাওয়া গাছের শুকনো ডাল পুড়িয়ে
সে তার শেষ সিগারেটটি ধরাবে...!

©#(পর্ব-০১)