মানুষ তার দু:খের সমান নতজানু হোক।
হাতের করগুলোও হাটুভাঙ্গা হোক!
দীর্ঘশ্বাস নিয়েও অন্তত বেঁচে থাকুক এ শহরে।
বেঁচে থাকার কি আকুঁতি তা দম আটকে আসা মানুষ কেবল জেনে যায়।
গাড়ির পিস্টনে রজনীগন্ধার গন্ধ থাকেনা।
উচ্চ শব্দে সাইরেন হোক সন্ধ্যা রাত,
অর্ধ-বধির হয়েও অন্তত বেঁচে থাকুক এ শহরে মানুষ।
না পেলে আঙুর ফল টক,
আঙুর ফল মিষ্টি হলে কি হয়?
তবু আরো কিছু ফরমানিল হোক মূলে,
পেটের পীড়া নিয়ে মানুষ অন্তত বেঁচে থাকুক এ শহরে।
ভিজে বিড়াল দুষ্টু জানি,
শুকনো বিড়াল কি ভালো হয়?
প্রচন্ড বিশ্রী ঝগড়ায় ঘরের বিড়ালটা পালিয়ে যাক!
মুখ চাওয়া চাওয়ি বন্ধ হোক,
নিপাট অভিমানেও মানুষ অন্তত বেঁচে থাকুক।
মরে গিয়ে বেঁচেছে কে কবে?
এই ঘোর দুঃসময়ে উষ্ণ প্রশ্বাসে মানুষ কেবলই বেঁচে থাকুক...