ভাবলে ভাবতে পার, আমাকে স্বার্থপর
প্রচন্ড স্বার্থপর ...
ব্যার্থ বলে তুমি ছাড়তে পার,
যাও, করো সফলের সুখ-মাখা ঘর !
আমি হীন-
আমি জানি ...
আমি আমায়,
খুব চিনি ...।
তাই আর-তো কোন ভয় নেই ...
খেয়ে-পড়ে বেচে আছি,
বেশ আছি এই ,,
হ্যা আজ আমি স্বার্থপর,,
তোমার কাছে, ওর কাছে , তাদের কাছে
সবার কাছেই স্বার্থপর,,
তাই আজ আর নতুন করে
নিজেকে প্রমান করার কিছু নেই
হয়েই থাকি স্বার্থপর,,
স্বার্থপর হওয়ার পেছনের গল্পটা
থাক না হয় চাপা পরেই থাক,,
সেটাকে আর খুচিয়ে বের করার চেষ্টা করি না,,,
ভাল আছি,,, এইতো বেশ
স্বার্থপরের চাদর গায়ে,,
লুকিয়ে আছি নিজের মাঝেই বেশ