মাঝ রাতের এই একাকিত্বটা বড় কষ্টের জানো নীলান্তি
তুমি বুঝবেনা, কারণ
তুমি অসহায় মনের সেই করুণ আকুতি টা কখনো শোনোনি,
তুমি তো দেখোনি, সেই অশ্রু জলে ভেজানো বালিস
বুক ফাটা আর্তনাদ!
জানালায় মাথা রেখে বাইরে অন্ধকার আর ঝি ঝি পোকার ডাক ছাড়া কিছুই নেই,
চাঁদ টা কে মাঝ রাতে দেখে কোন রোমাঞ্চ জাগেনা,
কোন কবির দু'লাইন কবিতাও মনে পরেনা!
শুধু মনে হয় সেও হয় আমারই মত নিঃস্বঙ্গ!
কত কথা হয়, আমাদের!
তা কেউ জানে না
কেউ জানে না