আমার কি দুঃখ পাওয়া সাজে?
কখনো কষ্টে অভিমানে কণ্ঠস্বর ভারি হলেও,
খাবার খেয়ে রোজ বেরুতে হয়!
না খেয়ে এই শহরে ঘুরলে, শরীর খারাপ করলে,
কে বা নিবে খোঁজ, আর কে বা শিয়রে বসে রাখবে কপালে হাত!
কষ্টে যদি বুক ভারি হয়ে যায় রাতে,
চোখের জলে বালিশ ভেজার ভয়ে, আমাকে ঘুমোতে হয়!
নির্ঘুম রাত কাটিয়ে ভোর বেলা ঘুমানো?
সে তো আমার জন্য নয়।
রাতের দুঃখ বালিশ চাপা দিয়ে, রোজ সকালে কাজে বেরুতে হয়!
দুঃখ ভুলতে দু'চারটে ঘুমের ওষুধ খেয়ে,
হসপিটালে এড মিট থাকা?
সেটাও তো আমার জন্য নয়!
প্রাইভেট চাকরি তে সিএল করলে চাকরি যাবার ভয়!
কাজ না করলে যার পেটের ভাত জোটেনা,
তার আবার দুঃখ কষ্ট মান অভিমানে পরে থাকলে হয়?
তার'চে ভাল কষ্ট চেপে হাসি,
কান্না লুকিয়ে কথা বলি,
বিনিময়ে স্বার্থপর, পাশান এসব শুনি!
ভাল আছি!
দুঃখ নামক বিলাসিতা জীবনকে গ্রাস করতে পারেনি।