আগে ভালবাসা শব্দটা শুনলেই বুকের ভেতরটা কেমন করে উঠতো ...
অনেক আনন্দ অনেক বেদনা আর কিছুটা ভয় ভীতি কাজ করত ..
ভালবাসা কথাটি শুনলেই যেন,,, বাসন্তি বাতাস বয়ে যেত ..
বুকের খুব নিকটে কোথায় যেন একটা কম্পিত হতো ..
কিন্তু এখন ভালবাসা কথাটা কেমন বাজারের সস্তা আলু পটলের মত মনে হয় ।
মনে হয় খুব কমন একটা সাধারন শব্দ ..
আগে শুনতাম ভালবাসার কোন শেষ হয়না।
কিন্তু এখন ভালবাসার ব্রেকআপ হয়.. শুনলেও হাসি পায় ,,,
ভালবাসার কখনো ব্রেকআপ হয়? যে সম্পর্কের ভাঙ্গন হয়..
জানতে ইচ্ছা হয়, সে আবার কেমন ভালবাসা!
সামান্য একটা কল ওয়েটিং অথবা কখনো পাসওয়ার্ড(ফেবু) না দেওয়াই
একটা সম্পর্কের শেষ করার জন্য যথেষ্ট!
কিন্তু আসলেই কি তাই হওয়া উচিত?
আগে ভালবাসার শুরু হতো ফুল দিয়ে
কিন্তু এখন ভালবাসার শুরু হয় চুমু দিয়ে
তার পর ভালবাসার নামে শুরু হয় এক নোংড়া প্রেমের গল্প।
কখনো কখনো বিশ্বাস শব্দটা ব্যবহার করে প্রেমিকাকে নিয়ে যাওয়া কোন বন্ধুর ফ্ল্যাটে।
তার পর সিসি ক্যামেরায় বন্দি হওয়া,,, এবং ব্লাকমেইল করা।
অথবা, ভালবাসার দোহাই দিয়ে, নিজেদের চাহিদা মেটাতে
দিনের পর দিন নোংড়ামি করে বেড়ানো .... !!
ঠিক ততদিনই এই ভালবাসা যতদিন নোংড়ামো টা থাকবে..
.
.
তার পর হঠাত একদিন যখন প্রেমিকা তার অন্তঃসত্ত্বার কথা জানায়
ঠিক তখনই সেই মুহুর্ত থেকেই শুরু হয় অবহেলার
আর তখনই জন্ম নেয় ব্রেকআপ শব্দটির
ব্যাস! এভাবেই শেষ হয় একটি নোংড়ামির গল্প।
মেয়েটি সমাজে নিজের পাপ ঢাকতে ..
নির্দ্বিধায় হত্যা করে একটি নিষ্পাপ শিশুকে
দুজনের ক্ষনিকের আনন্দের জন্য বলি হয় একটি প্রান
এটাই আমাদের সমাজ....
যেখানে প্রতিনিয়ত... ভালবাসার নামে চলছে নষ্টামির গল্প...
যার শেষ হচ্ছে কোন নিষ্পাপ শিশুর প্রান দিয়ে .......
.
.
ভালবাসা শব্দটি হারিয়ে গেছে... ডিজিটাল প্রেমের গভিরে.....!!!