ব্যস্ত এ শহর মাঝে,
অবিরাম ছুটে চলা।
কারো অপেক্ষায় কেটে যায় কারো নির্ঘুম রাত,
অসহায়ত্বে বিবেকে জাগিয়ে কথা বলা।
ব্যস্ত এ শহর মাঝে --
একাকিত্বের একাকিত্বে উবে যায় কত শত চোখের বাষ্পীত অশ্রু-জল।
কারো কুঞ্জে-কুঞ্জে ভ্রমর গুঞ্জন ঝরে হাসির ফোয়ারা, অনর্গল।
ব্যস্ত এ শহর মাঝে --
কেউ জটিল অঙ্ক কষে।
কেউ চিরসুন্দর, সরল বাউল সুফী'র বেশে।
ব্যস্ত এ শহর মাঝে --
কেউ ঘর ছেড়ে যায় অন্য ঘরে, বেঘর হবার আশে।
দিনযাপনে কারোর বুকে রসিক ভ্রমর বসে _
ব্যস্ত এ শহর মাঝে --
শুধুই বিচিত্রতা,বিচিত্র করে খেলা।
কে জানে তা আমাদের সৃষ্টি,
নাকি বিধির অবহেলা?