কি আছে এ পৃথিবীতে?
গ্রহ, নক্ষত্র কিংবা গ্যালাক্সিতে?
এত কিসের মূল্য,এই ব্রাহ্মণ্ডের?
যার সবটাই এক ভূতুড়ে অনুভুতি মাত্র।যান্ত্রিকতায় পরিপূর্ণ এ মহাবিশ্বে আমার চোখের সামনে ঘুরে বেরায় অগুনিত জীবন্ত আত্মা,
আত্মার অভ্যন্তরে আত্মা।
আমি স্বয়ং দেখেছি ওরা মৃত লাশের অভ্যন্তরে প্রবেশ করে।
মুক্তি পায় না কেউ না তো আত্মা আর নাতো লাশ।
কেবল চাক্রিক বেখেয়ালি পনায় চলছি আমি তুমি আর আমাদের ঈশ্বর।
ধর্মের জাল দিয়ে বাঁধা যাবে না,
আমি জানি যান্ত্রিক কীট জাল কেটে বেরিয়ে আসবে জাল কেটে,
মৃত্যু খেলার প্রয়াসে কিংবা নূতন সৃষ্টির উন্মাদনা নিয়ে।