আঁধার পেরিয়ে আলোর আগমন-

যুগে যুগে হবে নিপীড়ণ যতবার,

 বিশ্ব মানব অথৈ জলে পাবেনা খুঁজে পাড়,

মহাকাল রূপে আসবে তুমি -

রক্তবীজের ন্যায় -

সম্যক নয় সত্ত্বা  রুপী মুজিবুর রহমান। 

যুগে যুগে হবে যতবার লাঞ্ছনা নিপীড়ণ। 

 তুমি নজরুল, 

তুমি রবি, 

তুমি মাইকেল,

 তুমি বাল্মিকী অপেক্ষা আদি কবি।

 তুমি যুদ্ধশেষে প্রথম প্রহরে মাদকতাময় রাত্রি -
তুমি বন্ধ,

তুমি মুক্ত,

 তুমি মহাকাল রূপে মহাকালের'ই  যাত্রী । 

তুমি দেবদূত হয়ে এসেছিলে-

 অসম্ভব তোমায় অপমান, 

ঘাতকেরাই তাই দিয়ে গেল শেষে অনন্তের সম্মান।

 সালাম তোমায় হে 

বঙ্গ মাতার বাধ্য সন্তান, 

শরীর নও, 

সত্ত্বা তুমি, 

আমার শেখ মুজিবুর রহমান।।

ষোল কোটি বাঙ্গালির জাগ্রত বুকে অনুক্ষণ-
তুমি বাঙ্গালির শেখ মুজিবুর রহমান