আজ বছর বারো পর!
হারানো স্বপ্ন গুলো হাতছানি দিয়ে ডাকে আবারও।
ভালবাসার আঙিনায় একটু খানি ভিক্ষের আশায়।
নিকোটিন এর নেশায় ঠোঁট কালো হয়ে যায়,
চিলেকোঠায় জমা রয়ে যায় শব্দের বহ্নিশিখা।
যা হয়ে ওঠেনি আজও তোমায় বলা।
আজ বছর খানেক আগে স্বপ্নের দাবানল থেকে দূরে সরে যেতে বলে ফেলেছিলাম প্রায় -
যে হারানো সুর আমার থেকে অনেক দূর।
আর আজও স্বপ্ন তুমি।
তুমি ত্তষ্ঠাকার অঙ্গ আমার,
তুমি আমারই অবয়ব-
যা হারিয়ে ছিলেম কাছে না পাওয়ার ভয়ে।
আজ আবারও বছর বারো পর।