খেতে ভালো মুখোরচ ,
চানাচুর তেলে ভাজা ।
পড়া শোনা ভালোলাগে ,
অঙ্কটা পড়লে  সোজা ।
সজা পথে চলতে ভালো ,
ভালো মানুষের সঙ্গ পেলে ।
আর সঙ্গ দোষে গ্রাম নষ্ট
পাজি ছেলেরাই বলে ।