ভয় লাগে তাই বলতে পারি না
না বলেও যেন শান্তি পাই না।

ভয় লাগে যদি হারিয়ে যাও
যদি আমার সাথে অভিমান করে নাও।

শত সংকোচ দূরে ঠেলে
তোমায় একটা কথা বলতে চাই মন খুলে।

সবার চেয়ে অনেক বেশি
তোমায় আমি ভালোবাসি...