হাসোজ্জল মুখটা নিয়ে থেকো সব সময় পাশে
জীবন পাড় করতে চাই তোমায় ভালোবেসে।

ভালো লাগে তোমার টোল পড়া গাল
আমি যে তোমার হাসির মাতাল।

তোমার নয়নের কালো মণি
কি অপরূপ তোমার চাহনি।

তোমার অবিন্যস্ত কালো কেশ
হাওয়ায় উড়লে দেখতে লাগে বেশ।

তোমার মিষ্টি সুরের কথোপকথন
আমার কানে বাজে সুধার মতন।