দুনিয়ার সবাই তো স্বার্থপর
কেউই তো নয় আপন সবাই তো পর।
আপন প্রয়োজনে কাছে টানে
প্রয়োজন ফুরালে পায়ে ঠেলে।
কষ্ট দেখলে দৌড়ে পালায়
সুখ  দেখলে কাছে ভিড়তে চায়।
মানুষের মন বোঝা বড্ড কঠিন
সব সময়তো থাকেনা সুদিন।
সবাইতো আপন ভালো বোঝে
নিজের স্বার্থ উদ্ধারের উপায় খোঁজে।
স্বার্থান্বেষীতে জগতটা ছেয়ে গেছে,
রঙিন এ পৃথিবীটা  বড্ড পাল্টে গেছে।