তোমার মুচকি হাসি
কেড়ে নিল
আমার হৃদয় ও মন,

যা কখনো যায় না
ক্রয় করা
দিয়ে শত চেষ্টা ও ধন।

তোমার কাজল কালো
চোখের মায়া
আমায় করেছে পাগল,

তোমার চুলের খোঁপায়
গুজে দেব
রক্ত জবা ফুল।

আমার সবটুকু ভালোবাসা
সব সময় থাকবে
শুধু তোমারই তরে,

সারাটা জনম থাকাতে চাই
তোমার সাথে
তোমার হাত দুটি ধরে.....