কিছু প্রেমের থাকে না মানে
হারিয়ে যায় জোয়ারের টানে।

জোয়ার শেষে ভাটার পরে
ধ্বংসাবশেষ মেলে বালুচরে।

কেঁদে কেঁদে আঁখি হয় লাল
প্রেম হয়ে যায় ঘৃণ্য মায়ার জাল।

কিছু আবেগতারীর জন্য
   প্রেম হয় ঘৃণ্য।

দোষ কি আদৌ প্রেমের
নাকি প্রেমিক-প্রেমিকার মনের...?