আপনমনে হাঁটবো আমি
পল্লী গ্রামের আঁকাবাঁকা পথে,
মনের কথাগুলো বলবো আমি
গাছ ও পাখির সাথে।
মনের আনন্দে ঘুরবো আমি
গ্রামের মেঠো পথ মাড়িয়ে।
অপরূপ ফুলবাগান থেকে
গাছের শাখা দুলিয়ে;
মানের সুখে ছিঁড়বো ফুল
সে ফুল দিয়ে গাঁথবো মালা,
দিঘির ধারে কলস কাঁখে
আসবে কিছু পল্লীবালা।
জল ভরতে এসে সে
মালা নেবে কুড়িয়ে,
সেই মালা মনের আনন্দে
গলে দেবে জড়িয়ে।
গাছের পিছনে লুকিয়ে
তাই দেখবো আপন নয়নে
সেই দৃশ্য দেখার পরে
নতুন আনুভুতি জাগবে আমার মনে।