পহেলা বৈশাখ আসলে পড়ে
পান্তা ইলিশ খাই,
সকালবেলা নতুন পোশাকে
রমনার বটমূলে যাই।
সবাই মিলে হাসিমুখে
বৈশাখী গান গাই,
মঙ্গল শোভাযাত্রায় এত মানুষ
তিল ধারণের ঠাঁই নাই।
পহেলা বৈশাখ পেরিয়ে গেলে
আমরা হই ভুয়া বাঙালি,
পান্তার সাথে আলু ভর্তা খাবে
কাজের বুয়া আর মালি।
আমরা সবাই তো বাঙালি
শুধুমাত্র নামে,
বাঙালিয়ানার কোনো লেশ নেই
আমাদের কাজে-কর্মে।