এই দেখাটা যেন
কভু শেষ না হয়,
এই হাত ধরাটা যেন
শেষ না হয়।

তোমার বলা কথাগুলো
যেন হারিয়ে না যায়,
তোমার সাথে হাঁটতে চাই
আঁকাবাঁকা মেঠো পথটায়।

তোমার দেওয়া উপদেশগুলো
যেন ভুলে না যাই,
দিন শেষে তোমাকেই
যেন কাছে পাই।