বাংলা আমার মাতৃভূমি
বাংলা আমার ভাষা,
এই বাংলাকে ঘিরেই
আমার যত স্বপ্ন শত আশা।
বাংলাদেশটা তখন ছিল
পূর্ব পাকিস্তান,
জিন্নাহ সাহেব এসে
গাইলেন নতুন গান।
উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা আর
উর্দুতেই কথা বলতে হবে সবার।
এ ঘোষণা শোনার পরে
বাংলা মায়ের দামাল ছেলের দল
প্রতিবাদে মুখর হয়ে
রাজপথে নামার ঢল।
"রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা"
এই ন্যায্য দাবির মুখে,
বাংলা মায়ের দামাল ছেলেরা
সবাই দাঁড়িয়েছিল রুখে।
সালাম,শফিক,জব্বার নেমেছিল পথে
আরও কত শত জন ছিল সাথে।
দস্যু গুলো হঠাৎ চালায় গুলি
বুলেটে উড়ে যায় রফিকের খুলি।
দুপুরবেলা পিচঢালা পথ
রক্তে হলো লাল,
ফেব্রুয়ারি ২১ তারিখ
আর বায়ান্ন সাল।
বাংলার জন্য প্রাণ ত্যাগ করেছেন
বাংলা মায়ের দামাল ছেলেরা,
তাদের আত্মত্যাগের ফলেতে
বাংলা ভাষায় আজ কথা বলছি আমরা।