ভুল বশত / অঞ্জন ঘোষ রায়
-------------------------------
মাঝে মাঝে দেখা হয়ে গেলে ভালো হয়,
কিন্তু আমরা কাছে থেকেও
অনেক দূর শহরে থাকি।
আমাদের দূরত্ব মাপার
শুরু শেষ কিছুই নেই,
হা হুতাশ ছাড়া।

ভাবনার গলিপথ এ দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে।
আজ সকালে জানলা দিয়ে
যাদের উড়ে যেতে দেখছি,
তারা যুদ্ধ গোলাপ এর মতন।
যে গোলাপ দিয়ে
ভালোবাসার যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যেতে পারে
গোটা পৃথিবীর লাখ ব্যস্ততার ভিতর
মানব মানবীর মধ্যে
একটা ঠাণ্ডা প্রেমের লড়াই।
আমি কামার্ত দের কণ্ঠস্বর এর থেকেও
প্রেমের আর্তনাদ বেশি শুনতে পাই।
যদি মাঝে মাঝে দেখা হতো,
তাহলে হয়তো
আর্তনাদ বদলে গিয়ে আবদার হয়ে যেত,
আমিও কামার্ত হয়ে যেতাম
আদিম প্রেমিকের মতন,কিংবা
বসন্তের বিকেলে অসময়ের বৃষ্টির মত।

মাঝে মাঝে দেখা হয়ে গেলে ভালো হয়
ভুল বশত এই শহরে
যদি বৃষ্টি টুকু নামে,ভালো হয়।।

🖊️ Anjan Ghosh Roy 🍁