সাইরেন


বিছিয়ে রাখা শীতল মাদুর,
ঘুঘু ডাকুক,
নিচে ধুলোর কুঠার রাখা আছে।

চাষের জমি দখলের অভিযোগে
চাষী দের কারাদণ্ড,
ওদিকে
কুমীর রুমাল কিনে বাড়ি চলে গেল।

দালাল এর উনুনে
কৃষকের রোদে জ্বলা প্রাণ,
পাতা ঝরে ঝরে
লাল হয়ে গেল খাদ্যকণা।

মিছরি মরসুম আসে আর যায়,
মুদ্রার দু পিঠেই মুদ্রা দোষ।
ক্ষিদে পেলে পেটে তবে
গামছা বেঁধে রেখো,

সাইরেন,
সাইরেন,
হাঙ্গামা হবে।।

©অঞ্জন ঘোষ রায়